Welcome to Nafsin's Blog

আমার দিনযাপন

যদি প্রেমে পড়ে যাই?

যদি প্রেমে পড়ে যাই?
শুভ্র পাঞ্জাবী পড়া মানুষটার প্রেমে? হালকা তামাটে গায়ের রঙে?
সে হাসলে –
তার একটা দাতের অনুপস্থিতি দিয়ে ভালবাসা-বাসি খুনসুটি করে!
সে হাসলে-
চার পাশে নাতিশীতোষ্ণমণ্ডল সৃষ্টি হয়!
শার্টের স্লিভ কনুই পর্যন্ত উঠানো থাকে- আমি দেখি তাকে প্রায় সব রঙেই মানায়!
মানুষ এর শরীর আর তার রঙ বুঝি এতো মধুর হয়? এতো টানে?
আশ্চর্য!
তিন তিনটা নাম তার! তাতেও কি অদ্ভূত সৌন্দর্য! মায়া! সৌহার্দ্য! প্রেম…..

যদি প্রেমে পড়ে যাই?
এই ভয়ে সে সাদা পাঞ্জাবি পড়ে আসে নি।
সে হাসেনি-
পাশ কেটে গেলে, সে ডেকে বলেনি ‘এই শোনো! ভালবাসি যে!’
সে হাসেনি-
চারপাশ খুব শীতল আমার, জমে গেছে সব!
শার্টের স্লিভ উঠানো থাকে, তবে দেখতে পাওয়ার বায়না করতে দেয়নি সে!
শরীরের সেই মধু পান করতে দেয়নি সে, মৌমাছি কামড়ে দেবে বলে।
হায়!
নাম তিনটের একটিতেও শব্দ করে ডাক দিতে পারিনি, লোকে কি বলবে.. ভেবে!

«

© 2021 Welcome to Nafsin's Blog. Theme by Anders Norén.